Memorial Carnival – ben

Intergalactic Memorial Carnival for DAVID GRAEBER

একজন অনন্য মানুষ – ডেভিড গ্রেবার – আকষ্মিকভাবে আমাদের মধ্যে থেকে চলে গেছেন। আসুন তাঁকে স্মরণ করে আমরা এক বিশ্বব্যাপী স্মারকোতসবে একত্রিত হই। তাঁর স্ত্রী নিকা ও বিশিষ্ট কিছু বন্ধুজনের তরফ থেকে এই আমন্ত্রণ।

ডেভিড আদপেই পছন্দ করতেন না যে শুধু মাত্র তাঁর খুব কাছের কিছু মানুষ কালো পোশাকে লম্বা বক্তৃতা দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করুক। ডেভিড তাঁর সারা জীবন কাটিয়েছেন, সামাজিক আন্দোলন এবং সমস্ত সংসারব্যবস্থা কে তোলপাড় করে দেওয়ার স্বপ্ন নিয়ে। কেবলমাত্র ব্যক্তিগত স্বীকৃতির জন্য নয়। এমন মানুষকে শুধু অতীতের কিছু করুণ স্মৃতিচারণে বেঁধে ফেলা মানে তাকে বিব্রত করা। ডেভিডকে হারিয়ে আমরা যেন আরও বেশি সংকল্পবদ্ধ হয়েছি যে তাঁর মত করেই বাচব, শুধু তাকে স্মরণ করেই নয়। ডেভিড মনে করতেন যে নৈরাজ্যবাদ একটি জীবনধারা। তাঁর এই ভাবনাকে অনুসরণ করে আমরা এক জীবনমুখী, সংহতি ও ভালোবাসায় উপচে পড়া উৎসবের আয়োজন করব। ডেভিড রসিকতা করতে পছন্দ করতেন। তাঁর শেষ নিশ্বাস পর্যন্ত তিনি রসিকতা করে গেছেন। উৎসব অর্থাৎ মৃত্যুর মুখে জীবনের পরিহাস।

ডেভিডের ছিল বিড়ালের মত একাধিক জীবন। অনেকেই টুইটারের মাধ্যমে বা তাঁর বই পড়ে বা বক্তৃতা শুনে তাঁর ঘনিষ্ঠ বন্ধু হয়ে পড়তেন। তাদের মধ্যে অনেকেরই পরস্পরের সাথে দেখা হয়নি কখনও। তার মধে ছিলো পোরতোবেলো রোডের জনকয়েক বাসিন্দা, একাকী কিছু ব্লগার, অধ্যাপকবৃন্দ, অনিবন্ধিত অভিবাসী, বহূ প্রজন্মের রাজনৈতিক কর্মী, শিল্পী, এবং বিদ্রোহী যুবক যুবতীরা। এরা সকলেই ডেভিড কে নিজেদের জীবনে পেয়েছিল এবং তাকে অনুসরণ করে তাকে কাছে রাখতে চায়। ডেভিডের যেন ৫০,০০০ ভাই-বোন ও ২০০,০০০ ঘনিষ্ঠ বন্ধু সারা বিশ্ব জুড়ে তাঁকে বাচিয়ে রাখতে চায়।

ডেভিড মারা গেলেন ইটালির ভেনিস শহরে। সেখানে তিনি প্রায়শই যেতেন। ডেভিডের শখ ছিল পোশাক পরিধান করার। ভেনিস থেকে প্রতি বার নানারকমের মুখোশ ও পোশাক নিয়ে আসতেন। ব্যবসায়িক পর্যটনে পরিনত হওয়ার আগে ভেনিসের কার্নিভাল ছিল এক উগ্র গনতান্ত্রিক প্রেক্ষাপট। সেখানে রং, বয়স, ও অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে সকলেই হয়ে পড়তেন একটি মুখোশ।

৯০ দশকের পুঁজিবাদ বিরোধী রাজনীতির মাধ্যমে ডেভিড শিখেছিলেন যে কার্নিভাল ও বিদ্রোহের মধ্যে আছে অনেক মিল। আজ থেকে ৯ বছর আগে, ১৭ই সেপ্টেম্বর এক আমন্ত্রণের উত্তরে এক আন্দোলনের সুত্রপাত ঘটেছিল। আমন্ত্রণটি ছিল “অকুপাই ওয়াল স্ট্রিট” – ওয়াল স্ট্রিট দখল করুন, সংগে আনুন তাঁবু। ডেভিড সেই আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন। আজ আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যেখানেই থাকুন, আগামী ১১ই অক্টোবর ডেভিডের জন্য কার্নিভাল আয়োজন করে সাড়া দিন।

অকুপাই ওয়াল স্ট্রিটের খোলা মঞ্চের মত আমাদের কার্নিভালেও থাকবে এক খোলা মঞ্চ। সেখানে ডেভিডের জীবন ও তাঁর লেখার পথ ধরে আমরা এক স্বাধীন আগামী কে আহ্বান জানাব। ডেভিড যেমন বলে গেছেন স্বাধীন ভাবে বাঁচতে।

নিজের বাড়ির একাকিত্বে কিংবা দল বেধে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ের কক্ষে কিংবা রাজনৈতিক যুদ্ধের সীমান্তে, কর্ম ক্ষেত্রে কিংবা বিনোদন স্থলে, যেকোনো কোথাওই কার্নিভাল আয়োজিত হতে পারে। একটাই নিয়ম – মুখোশ পরা চাই। অবশ্যই করোনার থেকে কার্নিভাল সুলভ মুখোশই বেশি কাম্য।

বেশ কয়েকটি কার্নিভালের আয়োজন ইতিমধ্যেই চলছে – জুকোটি পার্ক নিউ য়র্ক, রোজোভা, কোরিয়া, অস্ট্রিয়া, বার্লিন, এবং লন্ডনে। আপনার আয়োজিত কার্নিভালের কথা আমাদের ইমেইল করে জানান। আমরা তার অনলাইন প্রচার করব। সমস্ত কার্নিভাল গুলি সমন্বিত ভাবে পরিচালনা করার ও অনলাইন স্ট্রীম করার বিশদ তথ্য জানানো হবে কিছু দিনের মধ্যে।

সকলের সাথে শোকে সংগঠিত,

নিকা ও বন্ধুরা।

(Translation by Srilata Sircar)